সিঙ্গাপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮ টার দিকে মোস্তফা প্লাজার একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিঙ্গাপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী রহমত জয়ের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার আহ্বান জানান। আগামী ১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল