অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে বাংলদেশের উন্নয়নের প্রশংসা করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেয়া হয়। গত ৪ নভেম্বর (শুক্রবার) অস্ট্রেলিয়ায় এডিলেইডে পালিত হয় বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার অন্যতম প্রভাবশালী ফেডারেল এমপি ও জলবায়ু পরিবর্তন, জ্বালানি, পরিবেশ ও পানি বিষয়ক চারটি মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটির সভাপতি টনি জাপিয়া এম পি।
"তারপর গত ৭ নভেম্বর অস্ট্রেলিয়ার সংসদে বাংলাদেশ যুবলীগের নাম উল্লেখ করে বিবৃতি দেন টনি জাপিয়া এমপি।
বিবৃতিতে তিনি বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী গফ হুইটলাম প্রথম পশ্চিমা নেতা যিনি স্বাধীন বাংলাদেশ সফর করেন।"
টনি জাপিয়া এমপি এসময় বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে আরও বলেন, কয়েকদিন আগে তিনি অস্ট্রেলিয়া যুবলীগের অনুষ্ঠানে অংশ নেন। বাংলাদেশের বর্তমান ব্যাপক উন্নয়নে অস্ট্রেলিয়ার আরো অংশগ্রহণ দরকার, কারণ এর মাধ্যমে দুই দেশই উপকৃত হবে, ১৯৭২ এর দারিদ্রপীড়িত বাংলাদেশ আজ উন্নয়নের মাধ্যমে মধ্যম সারির দেশে উঠে এসেছে বলেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অস্ট্রেলিয়া (প্রস্তাবিত) শাখা যৌথভাবে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও অস্ট্রেলিয়া-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালন করে। এ সময় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজমল হক পাপ্পু, সালিসবারির ডেপুটি মেয়র চাড বুকানন জে পি এবং দক্ষিণ অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ অস্ট্রেলিয়ার সভাপতি ত্রিমান সিং গিল। দক্ষিণ অস্ট্রেলিয়া যুবলীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক নাজিউল খান বীর অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন