ইতালির রোমে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ইতালি শাখার আয়োজনে ৫০তম সুবর্ণজয়ন্তীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি ও ইতালি যুবলীগের অন্যতম নেতা সৈয়দ সুমনের সভাপতিত্বে ইতালি ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি ও ইতালি যুবলীগ নেতা অনিক হাওলাদার ও যুবনেতা সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ইতালি যুবলীগ নেতা সোহাগ মুন্সি, যুবনেতা শিকদার সজল, যুবনেতা সাইফুল বেপারী, যুবনেতা মোজাম্মেল হকসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি। বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
যুবলীগকে ঢেলে সাজিয়েছেন প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির জ্যেষ্ঠপুত্র শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।
দায়িত্ব গ্রহণের পর যুবলীগের প্রতিষ্ঠাকালীন মূল উদ্দেশ্য বাস্তবায়নে গত প্রায় দুই বছরে মানবিক রাজনীতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন