ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী ঐক্য পরিষদ সিঙ্গাপুর।
গত ১২ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে পুনরায় সভাপতির দায়িত্ব পেয়েছেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আল মামুন সরকারকে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সিঙ্গাপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐক্য পরিষদের সভাপতি এবং সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ সভাপতি মীর মোহাম্মদ মাহবুবুল আলম এবং সাধারণ সম্পাদক আলী রহমত জয় জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় তৃণমূল নেতৃবৃন্দকে উজ্জীবিত রাখার জন্য নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন