বাংলাদেশ-সিঙ্গাপুর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে স্মারক ডাকটিকেট প্রকাশ করেছে দু’দেশের সরকার।
বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর-এর সমন্বয়ে বাংলাদেশ ডাক বিভাগ ও সিংপোস্টের মাসাধিককালের প্রয়াসে উভয় দেশের ‘গানের পাখি’-কে উপজীব্য করে এই দৃষ্টিনন্দন ডাকটিকেটগুলো প্রস্তুত করা হয়েছে।
বাংলাদেশের জাতীয় পাখি ‘দোয়েল’ (Oriental Magpie-Robin) এবং সিঙ্গাপুরে সুপরিচিত সুরের পাখি ‘জেব্রা ঘুঘু’ (Zebra Dove)-এর শৈল্পিক চিত্রণ ডাকটিকেটগুলোতে বিমূর্ত হয়েছে।
এই স্মারক ডাকটিকেট অবমুক্তকরণের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর-এ একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়।
সিঙ্গাপুর সরকারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের পররাষ্ট্র দফতরের দক্ষিণ এশিয়া ডিরেক্টরেটের গিলবার্ট ওহ্। এছাড়া ঢাকা থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি যুক্ত হন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ্, কন্সাল শিলা পিল্লাই, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া)-সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
স্মারক ডাকটিকেট প্রকাশ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দেন সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী এবং শিক্ষা ও পররাষ্ট্র বিষয়ক সেকেন্ড মিনিস্টার ড. মালিকি বিন ওসমান এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি। হাইকমিশনের অনুষ্ঠানে তাদের দেয়া ভিডিও বার্তা দু’টি প্রদর্শিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ এবং মহাপরিচালক গিলবার্ট ওহ্। উভয়েই নিজ নিজ বক্তব্যে বাংলাদেশ-সিঙ্গাপুর ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক আগামী দিনগুলোতে আরো জোড়ালো ও সুসংহত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে বাংলাদেশের হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম স্মারক ডাকটিকেট প্রকাশের কাজে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, একযোগে ডাকটিকেট প্রকাশের মতই ভবিষ্যতেও দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক ক্ষেত্রসমূহে পারস্পরিক সৌহার্দ আর মানবতার কল্যাণে সিঙ্গাপুর-বাংলাদেশের গঠনমূলক ভূমিকা অব্যাহত থাকবে। অতঃপর বাংলাদেশের হাইকমিশনার এবং মহাপরিচালক গিলবার্ট ওহ্ আনুষ্ঠানিক ভাবে স্মারক ডাকটিকেটগুলো অবমুক্ত করেন।
বাংলাদেশ ডাক বিভাগ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে অনুরূপ আরেক সেট স্মারক ডাকটিকেট ঢাকায় অবমুক্ত করা হয়।
সিঙ্গাপুর সরকার ও বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, এবং সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত