কলকাতা মহানগরের বুকে ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ রবীন্দ্রসদন মঞ্চে ‘ঐকতান অস্ট্রেলিয়া’ আয়োজন করে প্রথম বার্ষিক গুণীজন সংবর্ধনা উৎসব। সোমবার আয়োজিত অনুষ্ঠানে বহু বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রায় তিন শতাধিক কবি, শিল্পী ও সাহিত্যিকসহ গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের কর্ণধার দেবী সাহার অনুপ্রেরণায় ও স্বপ্ন পূরণের লক্ষ্যে এই অভিযাত্রায় দেশ ও দেশের বাইরে থেকে যোগ দেন বহু কীর্তিমান মানুষ। রচিত হয় বঙ্গসংস্কৃতির এক নতুন ইতিহাস।
অনুষ্ঠানের সার্থক রূপায়নে প্রতিষ্ঠাতা আসলতা সাহা এবং কর্ণধার দেবী সাহা কবি জয়দীপ চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক উপদেষ্টা, ঐকতান অস্ট্রেলিয়া, বাচিক শিল্পী আশীষ ঘোষ, ভারতের উপদেষ্টা, পবিত্র সরকার, কৃষ্ণা বসু, পঙ্কজ সাহা, স্নেহাশীষ সুর, সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সৈয়দ হাসমত জালাল, কল্যাণ সেন বরাট, পৃথ্বীরাজ সেন, বরুণ চক্রবর্তী, স্বপন সেন, সেলিম দুরানী বিশ্বাস। তৃপ্তি কুন্ডু, দীপশিখা চৌধুরী ছাড়াও আরো গুণীজন উপস্থিতি ছিলেন।
মাতৃভূমি থেকে সহস্র যোজন দূরে দীর্ঘ প্রবাসী জীবনযাপনে অভ্যস্ত হয়েও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি নিগূঢ় ভালবাসার টানে বিশ্বব্যাপী ভার্চুয়াল মঞ্চে মহামিলনের ঐকতান রচনা করেন দেবী সাহা, যার নাম ঐকতান অস্ট্রেলিয়া। করোনাকলীন দীর্ঘ তিন বছর ধরে সাহিত্য সংস্কৃতির সুচর্চার আঙিনায় নিয়মিত প্রচারিত হয় এই অনুষ্ঠান, যা বিশ্ববাঙালির মনের দুয়ারে পৌঁছে দিয়েছে ঐকতান অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/এমআই