অস্ট্রেলিয়া থেকে সম্প্রচারিত ২৪ ঘণ্টার একমাত্র বাংলা টেলিভশন চ্যানেল জন্মভূমি টেলিভিশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হয়েছে। গত ৫ নভেম্বর সিডনির অভিজাত ও অত্যাধুনিক মিলনায়তন ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর স্যার জন ক্লান্সি অডিটোরিয়ামে বর্ণিল এক সন্ধ্যার আয়োজন করা হয়। সাকিনা আক্তার ও ফারিয়া নাজিম এর প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৭ম বর্ষ পূর্তির আহ্বায়ক এবং জন্মভূমি টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ডা: আসাদ শামস। ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভিডিও বার্তা দিয়েছেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, তিনি তার বক্তব্যে জন্মভূমি টেলিভিশনের সাফল্য কামনা করেন।
স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব। অনুষ্ঠানের মাঝে জন্মভূমি টেলিভিশনের ৭ বছর পূর্তি উপলক্ষে এই প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য "জন্মভূমি সম্মাননা পদক ২০২২" দেয়া হয়। পদকপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন ড. কাইয়ুম পারভেজ , শেখ শামিমুল হক, গামা আব্দুল কাদের ও ডা. শরীফ উদ দৌলা।
বিডি প্রতিদিন/হিমেল