সিডনির লিভারপুলস্থ (৯০ মেমোরিয়াল এভিনিউ) হুইটলাম লেজার সেন্টারে মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এই উৎসব।
আল ফয়সাল স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটির আনুষ্ঠানিকতা শুরু হয় বিকেল ১টা ৩০ মিনিটে।
দেশের ট্রেডিশনাল ঔনারদের পক্ষে আংকেল হ্যারি দেশকে এ্যাকনলেজ করেন। লিভারপুল সিটি মেয়র নেড ম্যানুনের প্রতিনিধি কাউন্সিলর রিচার্ড আম্মুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন।
ক্যাম্বেলটাউন সিটি মেয়রের পক্ষে কাউন্সিলর জশ কটার বক্তব্য রাখেন। এরপর বিভিন্ন দেশের টানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে ৩টা ৩০ মিনিটে মিনিস্টার ফর মাল্টিকালচারালিজম এন্ড মিনিস্টার ফর সিনিয়রস মার্ক কুরি এমপি উপস্থিত হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
মার্ক কুরি তাঁর বক্তৃতায় একটি সফল মাল্টিকালচারাল ফেস্টিভাল আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অস্ট্রেলিয়া যে বিশ্বের অন্যতম সফল মাল্টিকালচারাল দেশ যেখানে সবাই ভিন্নতা সত্বেও এক এবং অভিন্ন উল্লেখ করেন। এখানে সবাই একটি কমন ভ্যালুস মেনে চলে, সবার জন্য ফেয়ার গো রয়েছে, সবাই গণতন্ত্রের নীতি অনুসরন করে এবং সবাই আইনের শাসনে রয়েছে।
সন্ধ্যা ৬ টায় ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল মেয়র জর্জ গ্রীসি, স্থানীয় এমপি পল লিন্চ, ক্যাম্বডেন সিটি মেয়র তেরেসা ফেডেলি, কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র সুমন সাহা, কাউন্সিলর নেথান হ্যাগারটি, কাউন্সিলর ডার্সি লাউন্ড, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ঊষা ডোম্মারাজু, কাউন্সিলর কারিশমা কালিয়ান্দা, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ উপস্থিত থেকে তিন গ্রুপে আর্ট কম্পিটিশনে বিজয়ীদের পুরষ্কৃত করেন এবং বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের জেনারেল সেক্রেটারী মো. সফিকুল আলম সফিক। সম্পূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানটির পরিচালনা এবং নির্দেশনায় ছিলেন সংগঠনের কালচারাল সেক্রেটারী পূরবী পারমিতা বোস। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন পৃথিবী এবং জুঁই সেন পল। তাদেরকে সহায়তা করেন আশিকুর রহমান এ্যাশ, মোহাম্মাদ রানা, কামাল পাশা, সাজ্জাদ সিদ্দিক।
অনুষ্ঠানের প্রধান স্পন্সর লিংকার্স গ্রুপের পুরো টিম মাহমুদ হোসেনের নেতৃত্বে মিসেস মাহমুদ, তাদের দুই সন্তান বাঁধন এবং মিসকাত মঞ্চে এসে কমিউনিটি এবং মাল্টিকালচারালিজম সম্প্রসারণে তাদের ভূমিকা এবং করনীয় বর্ণনা করেন।
অন্যান্য স্পন্সরদের মাঝে আফ্রিনা চৌধুরী, এ ওয়াই কমার্শিয়াল ক্লিনিং এর পরিচালক এবি সিদ্দিক, প্যাসিফিক হোমস্ এর মোবারক হোসেন, সোলার ওয়ার্ল্ডের এনাম প্রমুখ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দেশসমূহ হচ্ছে অস্ট্রেলিয়া, প্যাসিফিক আইল্যান্ডার্স, ফিলিপিনস, থাইল্যান্ড, আফগান, ইরাক, লেবানন, মিশর, ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশ। পুরো অনুষ্ঠানটি নাচ এবং গানের তালে পুরো ১০ ঘণ্টা মেতেছিলো। ছিলো কবিতা আবৃত্তি, শ্রুতি নাটক, স্টোরি টেলিং ইত্যাদি।
উপস্থিত ছিলেন কমিউনিটির সিনিয়রস গামা আব্দুল কাদির, কায়সার আহাম্মেদ, শাদাৎ হোসেন, অজয়দাস গুপ্ত, সানা আল নাহার, অজয় দাস গুপ্ত, মনিরুল হক জর্জ, পারভেজ খান, মদন রাউত, টুঙ্গানাথ খারেল, একেএম হক, মাহাবুব চৌধুরী, রহমত উল্লাহ, কামরুল মান্নান আকাশ, মিলি ইসলাম, রফিক উদ্দিন, মিলি ইসলাম, আবদুস সোবহান, ব্রাইয়ান লাউল, ফ্রাংক, জন, জোডি, এবং সংগঠকদের মধ্যে মাসুদ রানা, আসমা আলম কাশফি, বিনোদ পাউডেল, হেমা বান্ডারী, ঊষা রাউত, ইফতেখার ইফতু, মোহাম্মাদ জামান টিটু, টিটু সোহেল,লিটন মাঝি, সুমন চৌধুরী, অপু সরোয়ার, হাসান, আবদুল্লাহ আল মামুন, মিনা সেকান্দারী, সাজ্জাদ সিদ্দিক, জুলফিকার প্রমুখ।
সাংবাদিকগদের মধ্যে জন্মভূমি টিভি’র আবু রেজা আরেফিন, মুক্তমঞ্চের নোমান শামীম, গুডমর্নিং ম্যাকার্থার এর ব্রাউন লাউল এবং ফ্রাংক, বাংলাকথার আউয়াল খান, কে দে আকাশ, সময় টিভির এস এম ডাব্লিউ রুবেল, ডেল্টা টিভির মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেনারেল সেক্রেটারি টিম মেম্বারদেরকে সফল অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল