মহান বিজয় দিবস উপলক্ষে কাতার বিএনপির আয়োজনে শুক্রবার দোহার শালিমার প্যালেস হোটেলে এক আলোচনা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
কাতার বিএনপির সহ-সভাপতি ইসমাইল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা.শাহাদাত হোসেন ও প্রধান বক্তা ছিলেন কাতার বিএনপি সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন কাজল এর সঞ্চলনায় এতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন কাতার বিএনপি সহ-সভাপতি হাবিবুর রহমান, ইউছুফ সিকদার, জসিম উদ্দিন ওয়াহীদি, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী, আইনুল করিম বাবু, বিএনপির নেতা মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলী।
আরো বক্তব্য রাখেন, কাতার বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, সাইনুউদ্দীন রুহেল, এয়াকুব খান, তথ্য ও গবেষণা সম্পাদক ফনিভুষণ দাশ, সম্পাদক মোঃ রিয়াজ, সমাজকল্যাণ সম্পাদক শাহাজান সাজু, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মাইনুউদ্দীন, সহ-অর্থ সম্পাদক শাহাদাত হোসেন হৃদয়, সহ-মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর বিএনপি নেতা ফজল কবির, জাকারিয়া চৌং, ইকবাল হোসেন মামুন, আহমেদ নবী নোমান, রহিম বাদশা এবং নিজাম উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন