টরন্টো আগমন উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টো। এ উপলক্ষে গত ১৮ ডিসেম্বর ওয়ার্ডেন উডস কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি লায়েকুল হক চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোর্শেদ আহমেদ মুক্তার সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে অন্টারিও প্রাদেশিক সংসদের সাংসদ ডলি বেগম, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনস্যাল জেনারেল মো. লুৎফর রহমান, মিশিগান বড়লেখা সমিতির সভাপতি বদর উদ্দিন, বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি (প্রিজন) মেজর জেনারেল ইফতেখার ও কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য, কার্যকরী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যরা পুষ্পস্তবক প্রদান করেন। পর্যায়ক্রমে বৃহত্তর সিলেটের অন্যান্য সংগঠন জালালাবাদ এসোসিয়েশন, সুনামগঞ্জ জেলা এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা এসোসিয়েশন, সিলেট সদর এসোসিয়েশন, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি এবং গোলাপগঞ্জ ফাউন্ডেশন অব টরন্টো ও স্টার মুভমেন্ট বাংলাদেশের পক্ষে মোস্তাক চৌধুরী মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস চৌধুরী, মোহাম্মদ আব্দুর রব, শক্তি দেব, মিলন আহমেদ, বিদ্যুৎ রঞ্জণ দে, রানা দেব রায়, ড. সুশীতল চৌধুরী, অধ্যাপক আতাউর রহমান, নজরুল মিন্টু, ব্যারিস্টার ওয়াসীম আহমেদ, আব্দুল মোমিত, জসিম চৌধুরী, মাহবুবুল ইসলাম, ইমরুল ইসলাম, শংকর দে, সৈয়দ মাহবুব, তোফাজ্জল আলী, মো. মইজ উদ্দিন, ফারহানা শান্তা, রহুল কুদ্দুস চৌধুরী, মানিক আহমদ, তাফাছিন আহসান চৌধুরী, নজরুল আহমেদ প্রমুখ। পরিবেশমন্ত্রী মো. শাহাব উদ্দিন তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি মৌলভীবাজার জেলার উন্নয়নের চিত্র তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/শফিক