সিডনির পেরি পার্কের প্লে স্টেশনে জিয়া ফোরাম অস্ট্রেলিয়া আজ দুপুরে বারবিকিউ আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মহান বিজয় দিবস পালন করে। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ও আলোচনায় মহান বিজয় দিবসের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠে।
জিয়া ফোরাম অস্ট্রেলিয়া তাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের জাতীয় দিবস গুলো পালনের মাধ্যমে প্রবাসে নতুন প্রজন্মদের কাছে বাংলাদেশের গৌরবময় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিগত গোল্ডেন জুবিলি পালনে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিবর্গের সহযোগিতার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
জিয়া ফোরাম অস্ট্রেলিয়া আগামী নভেম্বরের ১৮ তারিখে তাদের বার্ষিক মেলা করার ঘোষণা দিয়ে বিগত বছরের মত সবার আন্তরিক সহযোগিতা কামনা করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন