এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের (এনবিএসটিসি) বাসে চড়ে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে বাংলাদেশে। প্রাথমিক পর্যায়ে ইতিমধ্যে আলোচনা সেরে ফেলেছে নিগমের কর্তারা। বেসরকারি বাস কোম্পানির সাথে চুক্তি করে যৌথ উদ্যোগে ফুলবাড়ি সীমান্ত হয়ে ভারত ও বাংলাদেশ মধ্যে চলাচল করবে বাস। মূলত নেপালে বাস চালিয়ে সাফল্যের পরই বাংলাদেশে বাস চালাতে তৎপর এনবিএসটিসি।
রাজ্যে বিগত বাম আমল থেকে লোকসানে চলা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে ঘুরিয়ে দাঁড় করাতে তৎপর রাজ্য সরকার। পরিবহন সংস্থাকে বাঁচাতে মূলত জোর দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের উপর। আর সে কথা মাথায় রেখেই বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তি করে মাস কয়েক আগেই নিগমের পক্ষ থেকে শিলিগুড়ি জংশন থেকে নেপালের কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা চালু করা হয়েছিল। এই পরিষেবা চালু করায় সাফল্য পেয়েছিল নিগম।
তাই এবার শিলিগুড়ি থেকে ভারত-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি হয়ে সরাসরি বাংলাদেশ পর্যন্ত বাস পরিষেবা চালু করা নিয়ে উদ্যোগ নিতে শুরু করেছে নিগম।
জানা গেছে ইতিমধ্যেই প্রাথমিক স্তরে আলোচনাও সেরে ফেলেছে নিগমের কর্তারা।
সোমবার শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বোর্ড মিটিং হয়। বোর্ড মিটিং শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, 'শিলিগুড়ি থেকে নেপালে বাস পরিষেবা চালু করার পর যাত্রীদের চাহিদা বেড়েছে। তাই এবার বাংলাদেশেও বাস চালানোর চিন্তা ভাবনা শুরু করা হয়েছে।'
সংশ্লিষ্টরা বলছেন শিলিগুড়ি থেকে ঢাকা বাস চললে উত্তরবঙ্গের মানুষের জীবন জীবিকার যেমন মানোন্নয়ন ঘটবে তেমনি দুই দেশের পর্যটনেও সুফল মিলবে। কারণ প্রতিবছরই এই দুই দেশ থেকে প্রচুর পরিমাণে পর্যটক শুধু বেড়াতেই আসে না, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্যমূলক উদ্দেশ্যেও যাতায়াত করেন তারা।
বিডি প্রতিদিন/নাজমুল