সিডনি প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশ প্রতিদিনের অস্ট্রেলিয়া প্রতিনিধি নাইম আব্দুল্লাহ'র মাতা ইন্তেকাল করেছেন। সোমবার সকালে খুলনায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল আনুমানিক ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। খুলনাতেই আজ আসর বাদ তার নামাজে জানাজার পর দাফন করা হয়েছে।
সিডনি প্রবাসী নাইম আব্দুল্লাহ তার মায়ের জন্য কমিউনিটির সকলের কাছে দোয়া চেয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল