কাতারে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দোহার স্থানীয় একটি হল রুমে সংগঠনের সভাপতি জাকির হোসেন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহিদ পরিবারের সন্তান সৈয়দ আনা মিয়া, কাতার আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, সহ-সভাপতি ই এম আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহানে আলম, এম আলম ভাবলু, কাতার ছাত্রলীগের সাধারণ সম্পাদক মায়নুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক জাফর উল্যাহ, হুমায়ুন কবির রিপন, ইউসুফ শরীফ, জি এম জুবায়ের, সাহাব উদ্দিনসহ অন্যানরা।
বিডি-প্রতিদিন/শফিক