স্পেনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে মাদ্রিদস্থ দূতাবাস প্রাঙ্গনে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা অর্ধনমিতকরণরে মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচী শুরু করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। সন্ধ্যায় দূতাবাস মিলনায়তনে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দূতাবাস প্রাঙ্গনে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন।
মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলওয়াত করেন দূতাবাসের কাউন্সেলর দ্বীন মোহাম্মদ ইমাদুল হকের মেয়ে রাইনা ফাতিমা। দূতাবাসের কাউন্সেলর (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ আলোচনাসভায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের মিনিস্টার (পলিটিক্যাল) ও মিশন উপ-প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কাউন্সেলর (পলিটিক্যাল) দ্বীন মোহাম্মদ ইমাদুল হক ও কাউন্সেলর (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলাম।
আলোচনা সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য বিষয়ে প্রদত্ত বক্তব্যে স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, আমাদের বাংলা ভাষা বিশ্বের চতুর্থ বৃহত্তম ভাষা। বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কয়েকটি অঞ্চলে বাংলা সরকারি ভাষা হিসেবে স্বীকৃত। এছাড়া আফ্রিকার সিয়েরা লিয়নের দ্বিতীয় সরকারি ভাষা বাংলা। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে স্পেন প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তার বক্তৃতায় বাংলা ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে প্রবাসীদের তাদের সন্তানদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে সকল শহীদের রূহের মাগফিরাত এবং মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদদের রূহের মাগফিরাত এবং দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দূতাবসের কর্মচারি সাইফুল ইসলাম। অনুষ্ঠানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
সাংস্কৃতিক পর্বটি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গান দিয়ে শুরু হয়। পরবর্তীতে স্থানীয় বাংলাদেশি শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, আওয়ামী লীগ স্পেন শাখার সাধারণ সম্পাদক রিজভী আলম, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, স্পেন বাংলা প্রেসক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ, বাংলাদেশ প্রেসক্লাব স্পেনের সভাপতি একেএম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বকুল খানসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন