কাতারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কমিউনিটি কাতার। গত ২৩ ফেব্রুয়ারি রাজধানী দোহার শালিমার প্যালেস হোটেলে অনুষ্ঠানের আহ্বায়ক শফিকুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম।
ইঞ্জিনিয়ার আবু রায়হান ও আমিন রসুল সাইফুলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম তালুকদার বাবু ও জসিম উদ্দিন দুলাল।
আলোচনা শেষে সকল শহীদদের মাগফেরাত ও দেশ, জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া পরিচলনা করেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ নুর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ