যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ৩ কর্মকর্তাকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য করা হলো। গিয়াস আহমেদ, জিল্লুর রহমান এবং মিল্টন ভূইয়াকে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে ২ এপ্রিল। উল্লেখ্য, ২০১৩ সালে ভেঙে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি।
এরপর আজ অবধি কোন কমিটির অনুমোদন না দেওয়ায় তৃণমূলের নেতাকর্মীরা তিন ভাগে বিভক্ত হয়ে সাংগঠনিক কাজ চালাচ্ছেন। যুক্তরাষ্ট্র বিএনপির বিকল্প হিসেবে বাংলাদেশী অধ্যুষিত ১৪ স্টেটে বিএনপির কমিটির অনুমোদন দেওয়া হয়। নিউইয়র্ক স্টেট কমিটি ছাড়াও নিউইয়র্ক মহানগরে উত্তর-দক্ষিণ কমিটির অনুমোদনও এসেছে। এতদসত্বেও মার্কিন প্রশাসনে বিএনপির পক্ষে দেন-দরবারের প্রত্যাশা একেবারেই পূরণ হচ্ছে না বলে হাইকমান্ড অনুধাবনে সক্ষম হয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএ