বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার আয়োজনে দ্বিতীয় বারের মত সিডনিতে মীনা বাজার অনুষ্ঠিত হয়। গত ১৪ অক্টোবর (শনিবার) সিডনির চুরুলাস্থ লিবারটি হিল ক্রিস্টিয়ান সেন্টারে এই মিনা বাজার দুপুর ১২ টা থেকে শুরু হয়ে রাত ১১ টায় শেষ হয়।
বিনামূল্যে প্রবেশ ও আশেপাশে গাড়ি পার্কিং এর সুবিধাসহ নয়ানাভিরাম সাজে সজ্জিত মীনা বাজার প্রাঙ্গনে ছিল প্রচুর দর্শক সমাবেশ। আনন্দ উল্লাস, রকমারি পোশাকের স্টল, মুখরোচক খাবার ও গহনার স্টল, মেহেদিসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাঙ্গন এক টুকরো বাংলাদেশে পরিনত হয়।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের পর কামরুন চৌধুরী লিন্ডার উপস্থাপনায় সন্ধ্যায় অনুষ্ঠানের প্রথম পর্বে বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট রাহেলা আরেফিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. শায়লা ইসলাম ও জেনারেল সেক্রেটারি শিরীন আখতার মুন্নি বক্তব্য রাখেন। বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা বাণী দেন টনি বার্ক এমপি, কর্মসংস্থান ও কর্মক্ষেত্র সম্পর্ক মন্ত্রী।
শুভেচ্ছা বক্তব্য দেন সোফি কটসিস এমপি, কাউন্সিলর রাচেল হ্যারিকা ডেপুটি মেয়র, ক্যান্টারব্যারি ব্যাংকসটাউন সিটি কাউন্সিল, কাউন্সিলর কার্ল সালেহ, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর ড. সাবরিন ফারুকি প্রমুখ।
বাংলাদেশ লেডিস ক্লাব অস্ট্রেলিয়ার মীনা বাজার থেকে সংগৃহিত অর্থ থেকে একটি ব্যাংক চেক ইঙ্গেলবার্ন রোটারী ক্লাবের মাধ্যমে ডেইজ ফর গার্লসকে প্রদান করা হয়। ইঙ্গেলবার্ন রোটারী ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট সৈয়দ আকরাম উল্লাহ চেকটি গ্রহণ করেন।
দ্বিতীয় পর্বে ডা ফাহিমা সাত্তারের সঞ্চালনায় সাংস্কৃতিক পরিবেশনায় গান করেন নিলুফার ইয়াসমিন, এজাজুল আলম উদয়, লুনা খন্দকার, ডা সাইদুল খান মজলিশ, অমিয়া মতিন, শিল্পী যুগল মাহমুদ খান ও ইলোরা খান ও সাজ্জাত হোসেন। কবিতা আবৃতি করেন নুসরাত জাহান স্মৃতি ও মলয় বিশ্বাস। শ্রেয়সী দাসের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করে নটরাজ ড্যান্স একাডেমীর শ্রেয়সী দাস, আশিমা বানশাল, মিতা দে, প্রিয়াঙ্কা কুমার, রাসেল, স্নেহা, সঞ্চারী, মান্না ও স্বপ্নিল দে। একক নৃত্যে অংশ নেয় স্বাগতা চ্যাটাজি। আট বছর বয়সী ফারজান জামান ফিউশন ড্যান্সে অংশ নেয়।
সবশেষে আয়োজক কমিটি উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/হিমেল