ইতালি প্রবাসী প্রায় ১৫ হাজার অবৈধ বাংলাদেশি চূড়ান্তভাবে পাসপোর্ট বঞ্চিত হতে যাচ্ছেন। নাম জন্মতারিখ, বয়স কমিয়ে যারা ইতালির আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন- তাদের ভাগ্যের এ নির্মম পরিণতি। রোম দূতাবাস থেকে বৃহস্পতিবার থেকে জাতীয় পরিচয়পত্রের আবেদন শুরুর দিন এ তথ্য জানা গেছে। ইতালির রাজধানীর রোম দূতাবাসে বৃহস্পতিবার থেকে জাতীয় পরিচয় পত্রের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আর এ দিনটিতে রোমে কর্মরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের সাথে নবনিযুক্ত রাষ্ট্রদূত মনিরুল ইসলাম এক আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।
ইতালিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন এবং গণমাধ্যম কর্মী ছাড়াও এই বৈঠকে দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নাম ঠিকানা এবং জন্মতারিখ পরিবর্তন করে অবৈধ থেকে যাওয়া বাংলাদেশিরা পাসপোর্ট পাবেন কিনা- বৈঠকে এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত মনিরুল ইসলাম সরাসরি উত্তর না দিলেও দূতাবাসের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, তারা এনআইডি কার্ড করতে সমস্যায় পড়বেন আর এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট পাওয়ার কোন সুযোগ নেই। পাসপোর্ট ছাড়া বৈধতা পাবেন না তারা।
বৈঠকে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, নারীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এ সময় সাংবাদিকদের মধ্যে সিনিয়র সাংবাদিক হাসান মাহামুদ, রিয়াজ হোসেন, খান রিপন, শাওন আহমেদ, আফজাল হোসেন রোমান, আমির হোসেন লিটন ও শাহিন খলিল কওসারসহ বিভিন্ন গনমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতালিতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. শামীম আহসানের স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রদূত মনিরুল ইসলাম। শামীম আহসান মালয়েশিয়ায় হাইকমিশনার হিসেবে যোগদান করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক