মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পালন করে বাংলাদেশ আওয়ামী লীগের প্রবাসী সংগঠন অন্টারিও আওয়ামী লীগ ডেনফোর্থের রেডহর্ট তন্দুরি রেস্টুরেন্টে।
বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনপূর্বক অনুষ্ঠান শুরু হয়।
এ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিও, কানাডা আয়োজিত বিজয় দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, নাট্যকার স্বনামধন্য ব্যক্তিত্ব আহমেদ হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ড. এমএম তাহা। অন্টারিও আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বাকসুর সাবেক ভিপি ফয়জুল করিমের সভাপতিত্বে , অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনা করেন অন্টারিও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিটন মাসুদ।
বিজয় দিবস নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন অন্টারিও আওয়ামী লীগের সহসভাপতি রাধিকা রঞ্জন চৌধুরী, সহসভাপতি ইঞ্জিনিয়ার নওশের আলী, মোহাম্মদ হামিদ, মুশফাকুর রহমান আকন্দ, এস বি আব্দুল হামিদ, নিতাই দেবনাথ, শাকিল আহমেদ, রোকন চৌধুরী, শরিফুল ইসলাম, তকদির হোসেন, মাহফুজুর রহমান, আব্দুর রহিম, তাপস সরকার, রোকন চৌধুরী।
কানাডা আওয়ামী লীগের মো: হাসান, মোর্শেদ আহমেদ মুক্তা, ঝোটন তরফদার, শেখ জসিম উদ্দিন, কানাডা স্বেচ্ছাসেবক লীগের তাজুল ইসলাম, কানাডা ছাত্রলীগের তৈহিদ খান আশিক, ম্যাক তারিক, তৌহিদুর রহমান খান দূর্জয়, নাসিফ শাহরিয়ার, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইসলাম।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কবিতা আবৃতি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কানাডার স্বনামধন্য আবৃত্তিকার আহমেদ হোসেন ও ফারজিয়া মাহমুদ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ইসলাম, আলফাজ উদ্দিন ভূইয়া, মো: শোহান, মো: ওশমান, মো: শিহাব, জয় ইব্রাহিম, মো: আবদুল্লাহ খান, ইউনুস মিয়া, মোহাম্মদ আজিজুল ব্যাপারী, মোহাম্মদ আলীসহ আরও অনেকে।
বিডি প্রতিদিন/এএ