৫২তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, মালদ্বীপ শাখার উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৯টায় মালদ্বীপের রাজধানী মালে ভিলা কলেজের হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মালদ্বীপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমকে আর কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন আল আমীন।
মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি ও সমাজসেবক আলহাজ্ব দুলাল মাধবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান (সিআইপি) আলহাজ্ব সোহেল রানা। দলের সংগঠনটির সাধারণ সম্পাদক দুলাল হোসেন ও উপদেষ্টা কাউসার আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এন,বি,এল মানি টান্সপার লোকাল ডিরেক্টর হান্নান খাঁন কবির, মালদ্বীপ আওয়ামী লীগের উপদেষ্টা মজিবুর প্রমুখ।
আলোচনা পর্ব শেষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা করেন বাংলাদেশ থেকে আগত সংগীত নিকেতনের একদল শিল্পীবৃন্দ। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত