১১ বছরের ক্যারিয়ারে টানা ৪১ ম্যাচ জয়ের পর এবার হারলেন টেনিসের এক নম্বর তারকা রাফায়েল নাদাল। তারই স্বদেশী নিকোলাস আলমাগ্রোর কাছে হারেন নাদাল।
তিনি আলমাগ্রোর কাছে ২-৬, ৭-৬ (৭-৫), ৬-৪ গেমে হেরে যান। প্রথম সেট জিততে পারলেও পরের সেটগুলোতে ভালো করতে পারেননি তিনি। ম্যাচ শেষে বললেন, 'দ্বিতীয় সেটে আমি প্রচুর সুযোগ পেয়েছি, যখন ম্যাচের নিয়ন্ত্রন ছিল কিন্তু সে সুযোগ নিতে পারিনি।'
নিকোলাস আলমাগ্রো সেমিফাইনালে খেলবেন জার্মান ফিলিপ কোলশ্রেইবার অথবা সান্তিয়াগো গিরাল্দোর সঙ্গে।