নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান, দেশের অন্যতম শীর্ষ নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ 'অসলো বিজনেস ফর পিস' অ্যাওয়ার্ড লাভ করেছেন। ব্যবসা ক্ষেত্রে নোবেল খ্যাত এ স্বীকৃতি এশিয়ার প্রথম নারী হিসেবে লাভ করলেন তিনি। শান্তি ও অর্থনীতিতে নোবেল পদকপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে একটি স্বাধীন কমিটি এ পদকপ্রাপ্তদের নাম চূড়ান্ত করে। নরওয়েজিয়ান ফাউন্ডেশন সেলিমা আহমাদসহ এবারের ছয় পদকপ্রাপ্ত ব্যক্তির নাম তাদের অফিশিয়াল ওয়েবপেজে ঘোষণা করেছে। অন্য পাঁচজন নেপাল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তিউনিশিয়া ও লেবাননের। ১৫ মে অসলো সিটি হলে এ পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।