শৈশবে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ধর্ষণ, শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদের পরিচিত মুখ বলিউড অভিনেত্রী কাল্কি কোচলিন। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেই তার এ তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন তিনি। খবর জি নিউজের।
সম্প্রতি যৌন নির্যাতনের শিকার নারীদের পাশে দাঁড়াতে একটি সংস্থার আমন্ত্রনে এক অনুষ্ঠানে গিয়ে কাল্কি বলেন, ‘যৌন হেনস্থা হওয়ার মতো কঠোর বাস্তবতার সঙ্গে তার ছোটবেলার দীর্ঘ সময় কেটেছে। কিন্তু ঘটনার কথা প্রকাশ করতে আমার বহুদিন সময় লাগল। এতদিন আমি নিজেকে সেই অভিশপ্ত অধ্যায় থেকে মুক্ত করার চেষ্টা করেছি। লেখালেখি করা, ছবি আঁকা ও অভিনয়ের মাধ্যমে নিজেকে ধীরে ধীরে মুক্ত করেছি আমি।’
সকলে তার মত খোলাখুলি এই বিষয়ে কথা বলার সুযোগ পান না বা সাহস পান না বলেও স্বীকার করেন কাল্কি। এ সময় কাল্কি পরামর্শ দেন, যেইসব নারী ও শিশুরা যৌন হেনস্থার শিকার হন তারা যেন বিশ্বস্ত কারও কাছে তাদের অভিজ্ঞতার কথা খুলে বলেন।
কাল্কি কোচলিন অভিনীত সর্বশেষ ছবিটি হলো- গুলাব গ্যাং। তিনি বলিউডের প্রসিদ্ধ পরিচালক অনুরাগ কশ্যপের স্ত্রী।