ক্ষমতাসীন কংগ্রেস দলের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী আজ আমেথি থেকে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশাল রোডশো করে মনোনয়নপত্র জমা দেন তিনি।আমেথিতে জয়ের জন্য ত্রিমুখী লড়াইয়ের মুখোমুখি হবেন রাহুল।
গৌরিগঞ্জ থেকে আমেথি নির্বাচন অফিস পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রোডশোতে রাহুলকে সঙ্গ দেন তার বোন প্রিয়াঙ্কা ভাদ্র ও বোনের স্বামী রবার্ট ভাদ্র। আর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাহুলের পাশে ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট ও তার মা সোনিয়া গান্ধী।
বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোনো ব্যক্তিগত মন্তব্য করার কথা অস্বীকার করেন রাহুল। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
২০০৪ ও ২০০৯ সালের মতো মতামত জরিপ ভুল প্রমাণিত হবে বলেও মন্তব্য করেন রাহুল।