রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিনদিনব্যাপী 'গ্রামীণফোন স্মার্টফোন ও ট্যাব এক্সপো-২০১৬'। বৃহস্পতিবার বিকেলে মেলার উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী বলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন আমাদের তৈরি দেশীয় ব্র্যান্ড দিয়ে বিশ্ব চিনবে বাংলাদেশকে। হুয়াই ব্র্যান্ড দিয়ে যেভাবে চায়নাকে, স্যামসাং দিয়ে যেভাবে কোরিয়াকে, মাইক্রোম্যাক্স দিয়ে যেভাবে ভারতকে চেনে বিশ্ব, তেমনি একসময় বাংলাদেশের কোনো ব্র্যান্ড দিয়ে বিশ্ব চিনবে আমাদের।
বর্তমানে স্মার্টফোন ব্যক্তিগত জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত ল্যাপটপ বা ডেস্কটপের পাশাপাশি স্মার্টফোনের ব্যবহার বাড়ছে। ভবিষ্যতে এর বহুবিধ ব্যবহার নিশ্চিত করতে ডেস্কটপ বা ল্যাপটপের পাশাপাশি প্রত্যেক স্কুল-কলেজে স্মার্টফোন ও ট্যাব দেওয়ার ব্যবস্থা করবো।
এ সময় তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতায় আইসিটিখাতে বিপ্লব ঘটানোর কথা বলেন। পাশাপাশি আইসিটি শিল্পপার্কে সবাইকে বিনিয়োগ করার আহ্বান জানান। এ জন্য এখন পর্যন্ত ১২টি ইনসেনটিভ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিন দিনব্যাপি এই মেলা চলবে শনিবার পর্যন্ত। প্রতিদিন মেলা চলবে রাত ৮টা পর্যন্ত। একটি মেগা প্যাভিলিয়ন, আটটি প্যাভিলিয়ন, পাঁচটি মিনি প্যাভিলিয়ন ও ১০টি স্টল রয়েছে মেলায়। মেলার টিকিটের মূল্য ২০ টাকা। সাংবাদিকদের জন্য রয়েছে ওয়াই-ফাই সংযোগ সুবিধাসহ মিডিয়া বুথ।
তবে প্রতিবন্ধী এবং পরিচয়পত্র প্রদর্শন করে স্কুল শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে। এছাড়া techshohor.com -এর অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করে প্রবেশপথে প্রদর্শন করেও বিনা টিকিটে মেলায় প্রবেশ করা যাচ্ছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, তথ্য প্রযু্ক্তিবিদ মোস্তাফা জব্বার, ক্রিকেটার মুশফিকুর রহিম, স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের জেনারেল ম্যানেজার ইয়াং লি, এলিট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশফাক মনির, হুয়াইয়ের মার্কেটিং ম্যানেজার বার্নার্ড ওয়াং, এডিসন গ্রুপের সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) সভাপতি মুহাম্মদ খান ও মেলার সমন্বয়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী।
বিডি-প্রতিদিন/০৭ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ