সারা বিশ্বই মজেছে সেলফিতে। যেখানেই যাচ্ছে, যা করছে, ঝটপট তুলছে সেলফি। আবার সেই সেলফি আপলোড করে দিচ্ছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। অনেক তো তোলা হলো সেলফি, এবার না হয় নতুন কিছু হোক। সুখবর হলো, সেলফির জায়গায় আসছে ভেলফি। ইতোমধ্যে সেলিব্রিটিদের মধ্যে এই ভেলফি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।
ভেলফি মানে ভিডিও সেলফি। রেস্টুরেন্টে খেতে গিয়ে বা নয়নাভিরাম কোনো স্থানে বেড়াতে গেলে প্রিয় মানুষ বা বন্ধুদের নিয়ে কিংবা বাড়িতে গেট টুগেদার পার্টিতে চমৎকার মুহূর্তগুলোর কয়েক সেকেন্ডের ভিডিও অর্থাৎ ভেলফি তুলুন। আর তা পোস্ট করে দিন আপনার প্রিয় সোশ্যাল মাধ্যমে। তারপর দেখুন কতজন এই ভেলফি লাইক করল আর কমেন্ট করল। এই ভেলফির কারণেই আপনি আরও বেশী জনপ্রিয় হয়ে পড়বেন এমন সম্ভাবনার থেকেই যায়।
এখন যুবরাজ সিং থেকে শুরু করে অক্ষয় কুমার, সোনম কাপুর সকলেই এই ভেলফিতে মজেছেন। ভেলফি তুলে পোস্ট করছেন ইন্সটাগ্রামে। তাই দেরি না করে এখন থেকে সেলফি বাদ দিয়ে লেগে পরুন ভেলফি তুলতে। আর দেখুন কিছুদিনের মধ্যে আপনি কতটা জনপ্রিয় হলেন।
বিডি-প্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৬/ রশিদা