স্মার্টফোনের চার্জিং সমস্যা সমাধানে এবার এক চমকপ্রদ সমাধান। পানি দিয়ে চার্জ হবে স্মার্টফোন। বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছে যা দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মত। এই চার্জিং ডিভাইসটিতে রয়েছে একধরনের লবণাক্ত পানি। যা ইলেকট্রিক তৈরি করতে সক্ষম। ফলে পাওয়ার ব্যাংকের মতোই ফোনে চার্জ দেওয়া যাবে এটি দিয়ে।
নতুন এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ জেএকিউ নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেওয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড 1800 মিলি অ্যাম্ফিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। ফলে এটি দিয়ে আইফোন 6এসের মত ফোন সহজে চার্জ দেওয়া যায়। এছাড়াও এটি দিয়ে ট্যাবলেট এবং কম্পিউটারের মত ইলেক্ট্রনিক ডিভাইসও এটি দিয়ে চার্জ দেওয়া যাবে।
এই পাওয়ার কার্ডটি চলতি বছরের শেষের দিকে বাজারে আসবে বলে আশা করা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ১৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা