বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। বর্তমান বিশ্বের অন্যতম ধনকুবেরও তিনি। তার সম্পদের পরিমান ৩৭.৫ বিলিয়ন ডলার। ফেসবুক প্রতিষ্ঠার দিন থেকে এখন পর্যন্ত অনেক কিছুই বদলে গেলে তার। জীবনের গতিপথও আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু আজও বদলায়নি জুকারবার্গের ধূসর বর্ণের সেই টি-শার্ট। যা তিনি প্রথম দিনে গায়ে চেপে অফিস করেছিলেন।
মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফেসবুকের প্রধান নির্বাহী জুকারবার্গ পিতৃত্বকালীন ছুটি শেষে সম্প্রতি কাজে ফিরেছেন। এরপরই ফেসবুকে তার ওয়ারড্রবের একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যায়, ধূসর বর্ণের দুই ধরনের টি-শার্ট। জুকারবার্গ লিখেছেন, তিনি প্রতিদিন এই টি-শার্ট পরেই অফিসে যান।
জুকারবার্গের এই মলিন পোশাক অনেকের কাছেই নিস্তেজ মনে হতে পারে। কিন্তু একই ধরনের টি-শার্ট কেন প্রতিদিন পরেন সেই রহস্যটাও জানিয়েছেন তিনি। তার দাবি, একই ধরনের পোষাক পরার কারণে কাজের ক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অধিক মনোযোগী হতে পারেন। কারণ হিসেবে তিনি বলেন, আমাকে অনেক বিষয় নিয়ে চিন্তা করতে হয়, পোষাক নিয়ে চিন্তা করে সময় নষ্টের চেয়ে ওই সময়ে আমি কিভাবে ভালো সেবা দিতে পারি সেটি নিয়েই ভাবি। তার এমন চিন্তাই সাফল্যের অন্যতম রহস্য বলে মনে করছেন অনেকেই।
জুকারবার্গ বলেন, এক্ষেত্রে আমি অত্যন্ত সৌভাগ্যবান, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে কোটি কোটি মানুষকে সেবা দিতে পারি। জীবনের হালকা বিষয়গুলো নিয়ে যদি সময় নষ্ট করি তাহলে আমার কাছে মনে হয়, আমার দায়িত্ব বা কাজ সঠিকভাবে পালন করছি না।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব