ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে প্রতি মাসে প্রায় ১৫৯ কোটি। এ সংখ্যা আগের বছরের তুলনায় প্রায় ১৪ শতাংশ বেশি।
নিয়মিত ব্যবহারকারীদের মধ্যে মোবাইল ডিভাইস থেকে সাইটটিতে ঢুকেন ১৪৪ কোটি। ব্যবহারকারী বৃদ্ধির পাশাপাশি মোবাইলভিত্তিক বিজ্ঞাপনের সংখ্যা বৃদ্ধির কারণে গত বছর প্রতিষ্ঠানটির আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৯ বিলিয়ন ডলার। ২০১৪ সালে আয় হয়েছিল ১২.৪ বিলিয়ন ডলার। ফেইসবুকের এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দামও বৃদ্ধি পেয়েছে।
ফেইসবুকের তথ্য মতে, ভিডিও বিনিময়ের সাইটের আদলে সাইটটিতে ভিডিও দেখার পরিমাণও বেড়েছে। প্রতিদিন বার্তা বিনিময়ের পাশাপাশি প্রায় ১০ কোটি ঘণ্টা ভিডিও দেখা হয় সাইটটিতে।
বিডি-প্রতিদিন/ ২৯ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন