সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ও বড় মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ প্রায় দুই মাস পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন। তবে দীর্ঘদিন পর অফিসে যাওয়ার সময় কি পোশাক পরবেন এ নিয়ে তিনি বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন। খবর টাইমস'র
গত বুধবার গত বছরের শেষ প্রান্তিকের আয় ঘোষণা করেছে ফেসবুক। অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর -এই প্রান্তিকে ফেসবুকের আয় বেড়েছে ৫২ শতাংশ। মোবাইল বিজ্ঞাপনে ব্যাপক মুনাফা হওয়ায় কোম্পানির এ আয় বেড়েছে বলে দেখা গেছে।
ফেসবুকের আয় বাড়ার খবরে বৃহস্পতিবার ফেসবুকের শেয়ারের মূল্য বেড়েছে ১০ শতাংশের বেশি। আর এতেই বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ৬ষ্ঠ স্থানে উঠে এসেছেন কন্যা সন্তানের বাবা জুকারবার্গ।
ব্লুমবার্গস বিলিওনিয়ারস ইনডেক্স’র তথ্য উদ্বৃত করে খবরে বলা হয়, ধনকুবের চার্লস ও ডেভিড কচকে পেছনে ফেলে ৬ষ্ঠ স্থানে এখন জাকারবার্গ। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪৭.৬ বিলিয়ন (চার হাজার ৭শ’ কোটি) ডলার। আর ফেসবুকের মোট সম্পদ ৩০ হাজার ৩০০ কোটি ডলারের কাছাকাছি।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৬/শরীফ