ফেসবুকে প্রবেশ করলেই ইচ্ছে করে সাইড লাইনে যার ছবিটা জ্বল জ্বল করছে সে বন্ধু হোক। আশাতেই বুক বেঁধে একটা ক্লিক, 'ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট'। অপেক্ষা, কবে হবে 'কনফার্ম'। কিন্তু দিন যায়, মাস যায় এমনকি বছর যায়, কিন্তু ওই প্রান্ত থেকে কোনো প্রতিবার্তা পাওয়া যায় না। স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন তাহলে কি 'আমাকে ইগনোর করল?' এই সন্দেহ, উদ্বেগের সমাপ্তি ঘটাতে পারেন আপনিই। কীভাবে?
ক্লিক করুন 'ফাইন্ড ফ্রেন্ড ন্যাভিগেশন' সাইনে। 'সি অল' করলেই আপনার সামনে হাজির হবে গোটা বন্ধু তালিকা। সেখানেই পেয়ে যাবেন আরও একটি অপশঅন। 'ভিউ সেন্ট রিকোয়েস্ট'। ক্লিক করুন দেখে আর দেখে নিন কে বা কারা ফেসবুকে আপানর বন্ধুত্ব গ্রহণ করতে অস্বীকার করল।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব