পৃথিবীর সবচেয়ে কম দামী স্মার্টফোন তৈরি করেছে ভারতীয় কোম্পানি রিংগিং বেলস প্রাইভেট লিমিটেড। মাত্র ২৫১ রুপি বা ২৮৮ টাকায় পাওয়া যাবে তাদের তৈরি স্মার্টফোনটি। আজই ফোনটি বাজারে ছেড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর টাইমস অব ইন্ডিয়ার
খবরে বলা হয়েছে, রিংগিংয়ের মোবাইলটির নাম ‘ফ্রিডম ২৫১’ স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, ১.৩ গিগা হার্টজ কোয়াড-কোর প্রসেসর, ১ জিবি র্যাম, ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, ৩.২ রিয়ার ক্যামেরা, ০.৩ ফ্রন্ট ক্যামেরা এবং ১৪৫০ এমএএইচ ব্যাটারি।
মোদির সরকারের নেয়া 'মেইক ইন ইন্ডিয়া' ক্যাম্পেইনের আওতায় ফোনটি তৈরি করা হয়েছে। তাই সরকারি সহায়তা থাকায় এটির দাম কম রাখা হয়েছে। সেইসঙ্গে কমদামী এই ফোনের মাধ্যমে ক্যাম্পেইনের স্লোগানের সাফল্য প্রচারে বড় হাতিযার হবে বলেও কারো কারো মত।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ