ইসলামিক স্টেট (আইএস) এর অ্যাকউন্ট বন্ধ এবং তাদের পোস্ট মুছে দেওয়ার জেরে ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ এবং টুইটার প্রধান জ্যাক ডোরসিকে হত্যার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি সংগঠনটি। খবর এপিবি আনন্দ ও ইউএসএ টুডের।
২৫-মিনিটের ওই ভিডিওতে ফেসবুক এবং টুইটারের সিইওয়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়েছে আইএস। সেখানে জুকারবার্গ ও ডোরসিকে মার্কিন ‘ধর্মযোদ্ধা সরকার’-এর শরিক বলে উল্লেখ করেছে তারা। ভিডিওতে জুকারবার্গ ও ডোরসির ছবিকে বুলেট দিয়ে ছিদ্র করার দৃশ্যও দেখা গেছে।
‘ফ্লেমস অফ দ্য সাপোর্টার্স’ শীর্ষক ভিডিওটি প্রকাশ করেছে ‘সন্স অফ দি ক্যালিফেট আর্মি’ নামক আইএসের একটি শাখা। ভিডিওতে বলা হয়েছে, ‘জুকারবার্গ ও ডোরসি, তোমরা প্রতিদিন বলছ যে, আইএসের বহু অ্যাকাউন্ট তোমরা নিষিদ্ধ করেছ। এখন তোমাদের আমরা বলছি, আর কী বা করতে পারবে? তোমরা আমাদের যোগ্যও নও।’
এরপর জঙ্গিগোষ্ঠীর তরফে হুমকির সুরে বলা হয়, ‘তোমরা আমাদের একটা অ্যাকাউন্ট নিলে, আমরা তোমাদের ১০টি অ্যাকাউন্ট হ্যাক করব।’
ভিডিওতে আইএসের দাবি, ইতিমধ্যে জঙ্গি সংগঠনটি ১০ হাজারের বেশি ফেসবুক অ্যাকাউন্ট, ১৫০টি ফেসবুক গ্রুপ এবং ৫ হাজারের বেশি টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে।
তবে হত্যার কিন্তু এই প্রথম নয়। এর আগেও গত বছর দু'বার ডোরসেকে হুমকি দিয়েছে আইএস। কারণ, ফেসবুক ও টুইটার কর্তৃপক্ষ জঙ্গি মোকাবেলায় পদক্ষেপ হিসেবে আইএসসহ বিভিন্ন জঙ্গি সংগঠনের যাবতীয় অ্যাকাউন্টকে নিষিদ্ধ করে ব্লক করার ঘোষণা দেয়। কয়েক সপ্তাহ আগেই টুইটার ঘোষণা করে যে তারা জঙ্গিগোষ্ঠী ও জঙ্গি-মদতকারী সন্দেহে প্রায় ১ লক্ষ ২৫ হাজার অ্যাকাউন্টকে বন্ধ করে দিয়েছে। একইভাবে, সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-প্রচার রুখতে ফেসবুকও সবরকম সহায়তা করার আশ্বাস দিয়েছে। যার জেরে এবার জুকারবার্গ ও ডোরসে জঙ্গি নিশানায় চলে এসেছেন।
বিডি-প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব