মামলার তদন্তের জন্য হোয়াটসঅ্যাপের সাড়া না দেওয়ায় আগে একবার কয়েক ঘণ্টার জন্য সারা দেশে ফেসবুক ও হোয়াটস অ্যাপ বন্ধ রাখে ব্রাজিল। সেই একই ইস্যুতে এবার আরও কড়াকড়ি পদক্ষেপ নিলো দেশটির সরকার।
খবরে বলা হয়, কতৃপক্ষের সাড়া না পাওয়ায় ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে ব্রাজিল পুলিশ। মঙ্গলবার সকালে ফেসবুকের লাতিন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট দিয়েগো দিজোদানকে গ্রেপ্তার করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে প্রতিবদেনে বলা হয়, তাকে প্রিভেনটিভ অ্যারেস্টের আটক রাখা হয়েছে। আদলতের আদেশেই তাকে আটক করা হয়ছে বলে জানান পুলিশের এক কর্তা।
জানা যায়, একটি সংঘবদ্ধ অপরাধ ও মাদক চোরাচালান মামলা তদন্তের জন্য হোয়াটসঅ্যাপ মেসেজ চেয়ে কয়েক দফা অনুরোধের পরেও সাড়া না মেলায় বিচারক দিজোদানকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন।
এর আগে এমন ইস্যুতে ফেসবুককে প্রায় আড়াই লাখ ডলার অর্থ জরিমানা করা হয় বলে আদালত থেকে জানা গেছে।
তবে ফেসকুকের তরফ থেকে আশা করা হয়েছে, দিজোদানকে গ্রেপ্তার নয়, জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া একবার মেসেজ চলে গেলে হোয়াটসঅ্যাপ তা আর তারা সংরক্ষণ করেন না। তাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা হস্তান্তর সম্ভব নয়।
হোয়াটসঅ্যাপের মালিকানা ফেসবুকের হলেও এটা আলাদাভাবে পরিচালিত হয়। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২ মার্চ ২০১৬/শরীফ