সামাজিক যোগাযোগের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকে শিগগিরই যুক্ত হচ্ছে 'মাস্কারেড' নামে একটি রিয়াল টাইম ফটো এডিটিং অ্যাপ। চলতি বছরই এটি ফেসবুকের অধিগ্রহণ তালিকায় যুক্ত হচ্ছে বলে পিসি টেক ম্যাগ তাদের এক প্রতিবেদনে জানায়।
অ্যাপটি ব্যবহার করে ফেসবুক প্রোফাইলে দেয়া কারো ছবি আরো আকষর্ণীয় করা যাবে। অর্থাৎ এটি দিয়ে প্রোফাইল ফটো এডিট করার সেবা পাবেন ইউজাররা। মূলত ব্যবহারকারীরা অ্যাপটি দিয়ে নিজের চোখমুখ প্রিয় কোনো তারকা বা কার্টুনের চোখমুখের আদলে এডিট করতে পারবেন। এবং কাজটা কোনো ফেসবুক বন্ধুর সঙ্গে চ্যাট করার সময়ে অনলাইনেই করা যাবে।
অ্যাপটি খুবই জনপ্রিয় হবে বলে আশা ফেসবুক কর্তৃপক্ষের।
২০১৩ সালে ফেসবুক এই অ্যাপটি কিনতে চেয়েছিল, কিন্তু স্ন্যাপচ্যাটের সঙ্গে প্রতিযোগিতায় সেই সময়ে 'মাস্কারেড'কে গ্রহণ করতে পারেনি ফেসবুক। প্রায় তিন বছর পরে অবশেষে এই চ্যাট-অ্যাপকে চড়া দামেই কিনে নিয়েছে ফেসবুক।
'মাস্কারেড' ফটো বা ভিডিও এডিটিং এ দুক্ষেত্রেই ব্যবহার করা যাবে। ফিচারের দিক থেকে স্ন্যাপচ্যাটের সঙ্গে অনেকটাই মিল রয়েছে এর। এর মাধ্যমে ফেস এডিটিং, মাস্ক, ক্রিয়েটিভ টুল ইত্যাদির সুবিধা পাওয়া যাবে।
বিডি-প্রতিদিন/১৪ মার্চ ২০১৬/শরীফ