সেলফিতে যেন মাততে পুরো বিশ্ব। সেলফি তুলতে গিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার পাশাপাশি করা হচ্ছে ব্যতিক্রমী ও অভিনব কিছু। এরই ধারাবাহিকতাং এবার অনলাইন শপিং পোর্টাল অ্যামাজন নিয়ে আসছে সেলফির মাধ্যমে পেমেন্টের ব্যবস্থা। ক্যাশ, কার্ড বা ওয়ালেট নয়, সেলফি দিয়েই এবার অ্যামাজন থেকে কেনা যাবে জিনিসপত্র।
এ বিষয়ে ইতিমধ্যেই পেটেন্টের জন্য আবেদন করেছেন অ্যামাজন ডট কম। এই পদ্ধতিতে ক্রেতাকে অ্যামাজনে নিজের নাম রেজিস্টার করতে দুটি ছবি দিতে হবে। তার একটা সেলফি, অন্য ছবিতে চোখের পাতা পড়া, হাসি, ও ঘাড় ঘোরানোর ব্যবস্থা থাকবে।
সেলফির মাধ্যমে পেমেন্টের বিষয়ে অ্যামাজনের মত, সেলফির মাধ্যমে নিজেকে রেজিস্টার করানো অনেক নিরাপদ। পাসওয়ার্ডের বদলে সেলফি দিলে তা সহজে হ্যাক করা যাবে না। সেলফি এবং ফিঙ্গার প্রিন্টকে পাসওয়ার্ডের বদলে ব্যবহার করতে ইতিমধ্যেই অনুমতি দিয়েছে মাস্টারকার্ড। সূত্র : এই সময়
বিডি-প্রতিদিন/১৯ মার্চ ২০১৬/শরীফ