মেসেঞ্জারে আরও একটি গেম যুক্ত করছে ফেসবুক। অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এটি খেলতে পারবেন। এই বাস্কেটবল গেমটি মেসেঞ্জার ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখবে।
গেমটি খেলতে ফেসবুক মেসেঞ্জারের ইমোজির ভিতর থেকে বাস্কেটবল ইমোজি খুঁজে বের করতে হবে। যার সঙ্গে প্রতিযোগিতা করতে চান, তাকে এই ইমোজি চ্যাটে পাঠাতে হবে। গেমটিতে খেলোয়াড় যত ধাপ এগোবেন, গেমটি তত কঠিন হবে।
গত বছর ‘ড্র সামথিং’ নামে মেসেঞ্জারে প্রথম গেমটি যুক্ত করে ফেসবুক। এরপরে মেসেঞ্জারে দাবা যুক্ত হয়। গুগল প্লে ও অ্যাপ স্টোরে ফেসবুক মেসেঞ্জারের আপডেটেড ভার্সানে বাস্কেটবল গেমটি পাওয়া যাবে। খবর এবেলা।
বিডি-প্রতিদিন/ ২১ মার্চ, ২০১৬/ রশিদা