মার্কিন টেক জায়ান্ট অ্যাপল আজ তাদের বহু প্রতীক্ষিত নতুন অাইফোন 'এসই' উন্মুক্ত করতে যাচ্ছে। এসই অর্থাৎ বিশেষ সংস্করণের এই ফোনটি কখন বাজারে আসছে তা নিয়ে গত কয়েক মাস ধরেই সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিল। অবশেষে সেই ক্ষণ এলো।
'আইফোন এসই'তে সম্ভাব্য বিশেষ ৮টি ফিচার থাকছে। এর একটি হলো অন্যান্য আইফোনের চেয়ে এটির পর্দা ছোটো হবে। তা ৪ ইঞ্চি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অ্যাপলের ৪.৭ ইঞ্চি বা ৫.৫ ইঞ্চি পর্দাবিশিষ্ট আইফোন ব্যবহারে অনেকেরই সমস্যা হয়। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই নতুন ফোনটির স্ক্রিন ৪ ইঞ্চি রাখা হয়েছে বলে মনে করা হচ্ছে।
দ্বিতীয়ত, এটি দেখতে আইফোন ৫এস'র মতো হতে পারে। তবে এটির ফ্রেম আকারে আরো ছোটো হবে বলে জিটু৫ম্যাক জানায়।
তৃতীয়ত, 'আইফোন এসই'র প্রসেসর হবে 'এ ৯ চিপসেট'। সেইসঙ্গে থাকবে ১ জিবি র্যাম।
চতুর্থত, অ্যাপল পে ও লাইভ ফটোস সাপোর্ট করতে এতে থাকবে 'টাচ অাইডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর' এবং 'নিয়ার ফিল্ড কমিউনিকেশন' চিপ। সূত্র : টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/২১ মার্চ ২০১৬/শরীফ