সেলফি এবং গ্রুপফি তোলার জন্য আর সেলফি স্টিকের প্রয়োজন পরবে না। এবার এলো সেলফি ড্রোন। এই ড্রোনটি উড়ে উড়ে আপনার সেরা সেলফি তুলে দেবে।
ড্রোনটি বাজারে নিয়ে এসেছে অস্ট্রেলিয়ার এক সংস্থা। জুন মাস থেকেই পৃথিবীর সব দেশে পাওয়া যাবে এই সেলফি ড্রোন।
এই সেলফি ড্রোনের মাধ্যমে ২৫ মিটার দূর থেকে ছবি তোলা যাবে। নেওয়া যাবে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ভিউ।
সেলফি ড্রোনে থাকছে ৫ মেগাপিক্সেল CMOS সেন্সর ক্যামেরা। আকারে ৬০০ মিলি লিটার বোতলের আয়তনের সমান এই ড্রোন সহজেই ঢোকানো যাবে প্যান্টের পকেটে বা ব্যাগে।