সম্প্রতি নতুন একটি বাটন যোগ করেছে ক্ষুদে ব্লগ লেখার সাইট টুইটার। এই বাটন ব্যবহারকারীদের সরাসরি মেসেজে ‘টুইট’ শেয়ার করার সুবিধা দেবে। খবরে বলা হয়েছে, একজনের মেসেজ অন্যজনের কাছে পাঠাতে বা একজন থেকে অনেক জনকে একই মেসেজ পাঠাতে সাহায্য করবে নতুন বাটন।
আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইলে ইতোমধ্যে 'মেসেজ’ বাটনটি যুক্ত হয়েছে। ১৫ এপ্রিল থেকে বাটনটি উইন্ডোজেও যুক্ত হবে। ব্যবহারকারীরা টুইট ডেক অ্যাপসের মাধ্যমে ডেস্কটপেও ম্যাসেজ অপশনটি ব্যবহার করতে পারবে। খবর টাইমস অব ইন্ডিয়ার
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল ২০১৬/শরীফ