আর কদিন বাদে কেবল ভিডিও নয়, চাইলে YouTube কে রূপান্তরিত করা যাবে একটি টিভিতে। এমনই উদ্যোগ নিতে যাচ্ছে YouTube। যার নাম রাখা হয়েছে আনপ্লাগড। তবে বিনামূল্যে নয়, নির্দিষ্ট একটি টাকার বিনিময়ে কেবল টিভির সব কটি চ্যানেল দেখতে পাবেন দর্শকরা।
এ লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে YouTube কর্তৃপক্ষ। ২০১৭ সালেই উদ্যোগ বাস্তবায়ন করার কথা ভাবছে তারা। বহু নামীদামি মিডিয়া সংস্থার সঙ্গে কথাবার্তা বলছেন এর কর্মকর্তারা। সেই তালিকায় আছে Comcast Corp.'s NBCUniversal, Viacom Inc., Twenty-First Century Fox Inc. and CBS Corp'র মতো প্রথমসারির সংস্থাগুলেঅ। তবে এ ব্যাপারে কারো সঙ্গেই কথাবার্তা চূড়ান্ত হয়নি।
গত বছরের অক্টোবর থেকে YouTube তাদের প্রথম পেইড সাবস্ক্রিপশন শুরু করে YouTube Red নামে। আর অনলাইন কেবল প্যাকেজ নিয়ে YouTube চিন্তা-ভাবনা শুরু করে ২০১২ সালে। তবে তা নিয়ে তৎপরতা শুরু হয়েছে গত কয়েক মাস ধরে। সূত্র: এই সময়
বিডি-প্রতিদিন/৭ মে ২০১৬/শরীফ