আকাশে গ্যাস বেলুন উড়াতে কোন বয়স লাগে না! উৎসবের দিনগুলিতে বিভিন্ন অনুষ্ঠান বা মেলায় গ্যাস বেলুন বিক্রেতাকে দেখা যায়। আর তাকে ঘিরে থাকে কচিকাঁচাদের ভিড়।
এমনকি ওই লাইনে অনেক বড়দেরও দেখা যায়। উৎসব ছাড়াও বিভিন্ন সময়ে গ্যাস বেলুনের চাহিদা থাকে! কিন্তু ওই, দরকারের সময় কি আর কিছু পাওয়া যায়।
কিন্তু গ্যাস বেলুনের দরকার পড়লেই এবার মিলবে। এমনকি আপনি আপনার বাড়িতেই সহজেই বানিয়ে ফেলতে পারবেন এটি। ভাবছেন কীভাবে? নীচে রইল ভিডিও। ভিডিওটি দেখুন আর বাড়িতে বানিয়ে ফেলুন গ্যাস বেলুন।
যা সম্পূর্ণ নিরাপদ। কোন বিপদ ঘটার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন গবেষকরা। ভিডিও দেখুন আর এখনই চেষ্টা করুন..
বিডি প্রতিদিন/১৮ মে ২০১৬/ হিমেল-০৬