২৫১ রুপি ও ৮৫০ রুপির স্মার্টফোনের পর এবার আরও সস্তায় স্মার্টফোন পাচ্ছেন ভারতের নাগরিকরা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কম দামে নরেন্দ্র মোদির 'মেক ইন ইন্ডিয়া’র উদ্যোগে এবার মাত্র ৯৯ রুপিতে স্মার্টফোন পাবেন ভারতের ক্রেতারা। ফোনগুলো সরবরাহের দায়িত্ব পাচ্ছে বেঙ্গালুরের নমোটেল।
কোম্পানির পক্ষ থেকে এক সাংবাদ সম্মেলনে জানানো হয়, ১৭ মে থেকে শুরু হয়েছে প্রি-বুকিং যা চলবে ২৫ মে পর্যন্ত।
নমোটেলের ফোনটি ৪ ইঞ্চি স্ক্রিন রয়েছে।আছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভার্সন। ইন্টারন্যাল স্টোরেজ ৪ জিবি। আর ৩২ জিবির এসডি কার্ড লাগানো যাবে। ফোনটিতে আছে ২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ভিজিএ সেলফি ক্যামেরা।
বিডি-প্রতিদিন/২০ মে ২০১৬/শরীফ