সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তি। আর প্রযুক্তির ছোঁয়া লাগছে সব সেক্টরে। একটা সময় হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হতো বিভিন্ন আসবাবপত্রের কারুকাজ। এখন এই কারুকাজও ফুটিয়ে তোলা হচ্ছে থ্রিডি ও টুডি শৈল্পিক কাজের মাধ্যমে। এ লক্ষ্যে কাজ করে চলেছে খানস্ লিস্ট ট্রেডিং।
কোম্পানির প্রধান নির্বাহী সাইফুল্লাহ খান বলেন, "আধুনিক এ প্রযুক্তির মাধ্যমে খুব স্বল্প সময়ে যেকোনো আসবাবপত্রে কারুকাজ ফুটিয়ে তোলা সম্ভব। বিশেষ করে দরজার জন্য তৈরি করা যায় আকর্ষণীয় ও ইচ্ছেমতো কারুকাজ। চেষ্টা করছি এ প্রযুক্তিকে সব জায়গায় ছড়িয়ে দিতে।"
এবিষয়ে আরও জানতে ভিজিট করতে পারেন: http://www.cncmachinebangladesh.com অথবা মুঠোফোনে ০১৯৭৩৬৬৬১৬৬।
বিডি-প্রতিদিন/ ২৫ মে, ২০১৬/ আফরোজ/ রাসেল