শেষ হলো বাংলাদেশ প্রতিদিন প্রিজমা কনটেস্টের ছবি পাঠানোর সময়। গত ৮ আগস্ট শুরু হয় এ প্রতিযোগিতা। শুরু থেকেই ব্যাপক সাড়া পড়ে এ আয়োজনে। এবার প্রাথমিক বাছাইয়ের পালা। গ্রহণকৃত প্রিজমা ছবিগুলো থেকে প্রাথমিক বাছাই শেষে সেগুলো বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজে (https://www.facebook.com/dailybangladeshpratidin) পোস্ট করা হবে। এরপর গণনা করা হবে সর্বোচ্চ লাইক ও শেয়ারের সংখ্যা। ফলে এই প্রিজমা ছবিগুলো প্রতিযোগিতায় আরও একধাপ এগিয়ে পৌঁছে যাবে জুরি বোর্ডের কাছে। সেখান থেকে বাছাই করা হবে চূড়ান্ত ১০টি প্রিজমা ছবি। অর্থাৎ ফেসবুকের লাইক এবং শেয়ারও একটি নির্দিষ্ট পয়েন্টের ভূমিকা পালন করবে এ প্রতিযোগিতায়। আগামী ৪ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক লাইক পেজে (https://www.facebook.com/dailybangladeshpratidin) পোস্ট করা হবে প্রাথমিক বাছাইকৃত প্রিজমা ছবিগুলো। যা ১০ সেপ্টেম্বর পর্যন্ত গণনা করা হবে প্রিজমাতে পাওয়া সর্বোচ্চ লাইক ও শেয়ার।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার বিজয়ী পাবেন দুই লাখ টাকা। যিনি দ্বিতীয় হবেন, তিনি পাবেন এক লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা। এছাড়া চতুর্থ থেকে ১০ম পর্যন্ত প্রত্যেক বিজয়ীকে দেওয়া হবে একটি করে স্মার্ট ফোন।
উল্লেখ্য, প্রতিযোগিতার যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/৩১ আগস্ট, ২০১৬/মাহবুব