বাংলাদেশের স্থানীয় নতুন হ্যান্ডসেট ব্র্যান্ড ডিগো মোবাইল আপদকালিন প্রয়োজন মেটাতে পি২৪১ এসওএস মডেলের ইমার্জেন্সি ফোন উন্মুক্ত করেছে। ৭৫০০ মিলি অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন ব্যাটারির ফোনটির নাম দেওয়া হয়েছে পাওয়ার হাউজ।
ডিগো মোবাইল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সবচেয়ে বেশি মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারির ফোনটি এক চার্জেই চলবে ২৯ দিন এবং এই ফোন থেকে এক সাথে তিনটি ফোনে চার্জ দেওয়া যাবে।
অর্থাৎ এটি পাওয়ার ব্যাংক হিসাবেও ব্যাবহার করা যায়। এই ফোনটির ব্যাটারিটিও আলাদা ভাবে পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করা যায়, ফলে ভ্রমণ প্রেমীরা লম্বা সফরে এই ফোনটি সাথে নিতে পারেন।
স্মার্টফোন ব্যবহারকারীরা এই ফোনটি ব্যাকআপ ফোন এবং পাওয়ার ব্যাংক হিসাবে ব্যবহার করতে পারেন। ইমার্জেন্সি মুহূর্তে ফোনটির এসওএস ফিচারের মাধ্যমে পূর্ব নির্ধারিত পাঁচজন ব্যক্তির কাছে স্বয়ংক্রিয় ফোন ও এসএমএস চলে যাবে। বিপদে পড়লে তীব্র আওয়াজের প্যানিক অ্যালার্ম ব্যবহার করে সাহায্য নেওয়া যাবে। বয়স্করা এসব সেবা ব্যবহার করে সহায়তা নিতে পারবেন। ওয়্যারলেস এফএম রেডিও এবং বক্স ইস্পিকারের কারণে সঙ্গীত প্রেমীরা গান শুনতে পারবেন হেড ফোন ছাড়াই। এছাড়া দেশের প্রত্যান্ত অঞ্চলে যেখানে বিদ্যুতের সমস্যা রয়েছে সেখানে এই ফোনের সাথে বিনামূল্যে পাওয়া এলইডি লাইট পড়াশুনা এবং গৃহস্থলীর কাজে দীর্ঘ সময় ব্যবহার করা যাবে।
শক্তিশালী বিল্ট কোয়ালিটি ফোনটির গায়ে অতিরিক্ত সংযুক্ত করা র্যাডিয়াম জ্যাকেট রাতের অন্ধকারে জ্বলজ্বল করবে ফলে অন্ধকারেও ফোনটি সহজেই খুঁজে পাওয়া যাবে। ডুয়েল সিম সুবিধার এই ডিভাইসটিতে রয়েছে ২.৪" ডিসপ্লে ইউনিট, একটি রিয়ার ক্যামেরা, সুপার ব্রাইট টর্চ (সাধারণ তিন ব্যাটারির টর্চের আলো দেবে), জিপিএস, এসওএস, ব্লুটুথ, ওয়্যারলেস এফএম, বক্স ইস্পিকার ছাড়াও আরও বেশ কিছু উদ্ভাবনী ফিচার। ফুল ওয়েভ চার্জার হওয়াতে ফোনটি অর্ধেক সময়ে ফুল চার্জ নিতে সক্ষম। ৭৫০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ফোনটির চার্জ দিতে সময় লাগবে মাত্র ৪ ঘন্টা।
ডিগো পি২৪১ মডেলের এই ইমার্জেন্সি ফোনটির খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২৬৯০ টাকা। সাথে বিনামূল্যে পাওয়া যাবে ইউএসবি এলইডি লাইট এবং একাধিক ফোনে চার্জ দেওয়ার জন্য অতিরিক্ত থ্রী ইন ওয়ান চার্জার ক্যাবল।
বিডি প্রতিদিন/ ৩১ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন