স্মার্টফোন সংস্থা জিয়াওমি এবার বাজারে নিয়ে এল স্মার্ট হাতঘড়ি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটিই বিশ্বের প্রথম স্মার্ট হাতঘড়ি। তারা এই ঘড়ি বানিয়েছে হুয়ামির সঙ্গে পার্টনারশিপ করে। Xiaomi Amazfit নামের এই ঘড়ির স্পেশাল ফিচার হল হার্ট রেট সেন্সর।
ঘড়িতে রয়েছে ২৮এনএম জিপিএস সেন্সর। এই স্মার্টওয়াচ আবার ধুলা ও পানি প্রতিরোধ করতেও সক্ষম। ঘড়ির ডিসপ্লেতে স্ক্র্যাচ যাতে না হয় তার জন্যই বিশেষ ব্যবস্থা রয়েছে ঘড়িতে। ৩০০x৩০০ রেজুলেশন যুক্ত এই ঘড়ির স্ক্রিনের আয়তন ১.৩৪ ইঞ্চি। ঘড়িতে রয়েছে ১.২ গিগা হার্জ প্রসেসর ও ৫১২ এমবি’র র্যাম। এতে ৪ জিবির মেমরিও রয়েছে।
স্পেশাল ফিচারের হার্ট রেট সেন্সর হাতে পড়লেই চালু হয়ে যাবে। যতক্ষণ হাতে থাকবে ততক্ষন এটি হার্ট রেট জানান দিতে থাকবে। চীনা ঐ সংস্থা জানিয়েছে ঘড়িতে দেওয়া হয়েছে ২০০ এমএএইচের ব্যাটারি যা একবার চার্জ দিলে পাঁচ দিন চলবে। শুধু পেডোমিটার ব্যবহার করলে ঘড়ি চার্জ ছাড়াই চলবে সাড়ে এগারো দিন।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/৩ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৪