ঈদুল আজহা উপলক্ষ্যে নোটবুক নির্মাতা আসুস-এর আয়োজনে ২৯ আগস্ট থেকে শুরু হয়েছে “আসুস ঈদ ফিয়েস্তা” অফার। এই অফার চলাকালীন আসুস-এর যে কোন নোটবুক ক্রয়ে ক্রেতারা পাবেন একটি করে স্ক্রাচ কার্ড। কার্ড ঘষে ক্রেতারা জিতে নিতে পারবেন এসি, ফ্রিজ, আসুস জেনফোন, টি-শার্ট ও পাওয়ার স্ট্রিপ-এর মত আকর্ষণীয় সব পুরস্কার।
'আসুস ঈদ ফিয়েস্তা' ক্যামপেইন অফারটি চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আসুস বাংলাদেশের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন: ০১৯১৫৪৭৬৩৩৩, ০১৯৭৭৪৭৬৪০২।
বিডি-প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ