নতুন এক প্রযুক্তি সংস্থা ‘ইনোমেডল ল্যাব’ এমন এক বেল্ট তৈরি করেছে যা আপনাকে রীতিমতো গুপ্তচর বানিয়ে দেবে! এটি একটি স্মার্টস্ট্যাপ যার নাম ‘স্নল’। এটি হাতের কব্জিতে পরতে হয়। এর মাধ্যমে ফোনকল রিসিভ করা যাবে। তবে কল ধরার ভঙ্গীটি এমন যে, আপনার মনে হবে আপনি সিনেমায় দেখা কোন সিক্রেট এজেন্ট।
কানে একটি আঙুল ছুঁয়ে ফোন রিসিভ করতে হয়। নতুন এ প্রজেক্ট থেকে বিজ্ঞানীদের লক্ষ্য ছিল ৫০ হাজর ডলার তুলে আনা। লক্ষ্য ছাড়িয়ে তারা ২ লাখ ১১ হাজার ডলারের বেশী ইনকাম করেছে। এখান এরা বিক্রি করছে সিক্রেট এজেন্টের স্মার্টওয়াচ। এই নতুন গেজেট সম্পর্কে কিছু তথ্য জেনে নিন-
১. এই হাতঘড়িটি কণ্ঠের শব্দ হাতের আঙুলের মাধ্যমে কানে পৌঁছে দেয়, যখন আঙুলটি কানে ছোঁয়া হবে।
২. যন্ত্রটির ‘বডি কনডাকশন ইউনিট’ থেকে কম্পনের মাধ্যমে শব্দ পাঠানো হয় কানে। এতে একটি অডিও অ্যালগোরিদম ব্যবহৃত হয়েছে যা কেবলমাত্র কণ্ঠের শব্দ বেছে নেয়। একটি বিল্ট-ইন মাইক্রোফোনের মাধ্যমে কণ্ঠের শব্দ শোনার ব্যবস্থা করে।
৩. এর বেল্টের নিচের দিকে রয়েছে বডি কনডাকশন ইউনিট। এটি খুব বেশি শক্তি খরচ করে না। মাইক্রোইউএসবি’র মাধ্যমে চার্জ দিয়ে ৪ ঘণ্টা কথা বলা যাবে।
৪. ভলিউম কমাতে-বাড়াতে বোতাম দেওয়া হয়েছে। এ ছাড়া ‘ডু নট ডিস্টার্ব মোড’ রয়েছে।
৫. আঙুলের মাধ্যমে যে শব্দ কানে পৌঁছাবে তা আশপাশের অন্য কেউ শুনত পারবে না। কারণ কম্পনের মাধ্যমে শব্দ সরাসরি কানে যায়।
৬. ভয়েস কলের মধ্যে স্নল আপনার স্মার্টফোনের সঙ্গে যুক্ত হবে ব্লটুথের মাধ্যমে।
৭. এতে আরেকটি অ্যাপ রয়েছে যার মধ্যমে নির্বাচন করতে পারবেন আপনি কোন কোন নোটিফিকেশন পেতে চান।
৮. আরেকটি অ্যাপের মাধ্যমে ফিটনেস ট্র্যাকার হিসাবে কাজ করবে যন্ত্রটি।
৯. আপনার পছন্দের যেকোন হাতঘড়ির সঙ্গে জুড়ে নিতে পারবেন বেল্টটি।
১০. এর পরবর্তী গেজেটটি আসব ২০১৭ সালে।
সূত্র: কলকাতা ২৪
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৮